ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়রথ ছুটছে শেখ জামালের 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
জয়রথ ছুটছে শেখ জামালের  ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুমে টানা তৃতীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবার তাদের হাতে শিকার হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। জামাল ভূঁইয়াদের ২-১ ব্যবধানে হারিয়েছে তিনবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। শেখ জামালের হাতে সর্বশেষ শিরোপা ওঠেছিল ২০১৫ সালে। 

শনিবার (০৭ মার্চ) ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সাইফের বিপক্ষে মাঠে নামে শেখ জামাল। মাঠে নামার শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে সাইফুল ইসলাম মানিকের শিষ্যরা।

 

গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ১৪তম মিনিটে শেখ জামালকে এগিয়ে দেন ওমর জোবে। ফয়সাল আহমেদের কাছ থেকে পাওয়া বলে ফ্লিক করেন বালো ফামুসা। সেই বলে সাইফের গোলরক্ষক মোহাম্মদ পাপ্পু হোসেনকে পরাস্ত করেন গাম্বিয়ান ফরোয়ার্ড জোবে।  

অ্যাসিস্ট করেই থেমে থাকেননি ফামুসা। ৫৩ মিনিটে তার ঋণ শোধ করেন ওমর জোবে। গাম্বিয়ান ফরোয়ার্ডের পাস থেকে শেখ জামালের ব্যবধানটা ২-০ করেন আইভরি কোস্ট ফরোয়ার্ড ফামুসা। এর আগে অবশ্য প্রথমার্ধে ম্যাচে ফিরতে চেষ্টা করেছিল সাইফ।  

প্রথম গোল হজম করার পর বদলি হিসেবে শেখ জামালকে মাঠে নামিয়েছিলেন সাইফের কোচ দ্রাগো মামিচ। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক দলকে সমতায় ফেরাতে পারেননি। তবে ৮০তম মিনিটে মোহাম্মদ মারাজ হোসেনের পাস থেকে একটি গোল শোধ করেন মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম। অবশ্য তাতেও হার এড়াতে পারেনি সাইফ।  

জয়ের নেশায় ছুটতে থাকা শেখ জামাল ৪ ম্যাচে টানা ৩ জয় ও ১ পরাজয়ে ৯ পয়েন্ট নিয়ে আছে তালিকার চতুর্থ স্থানে। এই মৌসুমে তাদের একমাত্র পরাজয়টি এসেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। অন্যদিকে হারলেও অবশ্য ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাইফ।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।