ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কেমন হবে এবারের ম্যানচেস্টার ডার্বি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
কেমন হবে এবারের ম্যানচেস্টার ডার্বি ছবি:সংগৃহীত

এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা যে লিভারপুলের হাতেই উঠছে, সেটি নতুন করে বলে দেওয়ার কিছু নেই। নিজেদের পরের ৯ ম্যাচের মাত্র ৩টিতে জিতলেই প্রায় তিন দশক পর ট্রফির আনন্দে মাততে অল রেডস খ্যাত দলটি। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি দ্বিতীয়স্থানে থাকলেও, তা হয়ে পড়েছে যেন নিয়মরক্ষার। কেননা লিভারপুল থেকে দুই ম্যাচ কম খেললেও দু’দলের পয়েন্ট ব্যবধান ২৫! লিভারপুল ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট অর্জন করেছে।

ঐতিহ্যবাহী ম্যানচেস্টার শহরের আরেক জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও রেড ডেভিলসরা চলতি মৌসুমে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি।

ওলে গুনার সুলশানের দল ২৮ ম্যাচে ৪২ পয়েন্ট তুলে আপাতত পঞ্চম স্থানে রয়েছে। এমই যখন অবস্থা, তখন রোববার ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে হাইভোল্টেজ ম্যানচেস্টার ডার্বি গড়াতে যাচ্ছে। বাংলাদেশ সময় ম্যাচটি রাত ১০টা ৩০ মিনিটে মাঠে গড়াবে। এর আগে চলমান মৌসুমে দু’দলের প্রথম দেখায় সিটির মাঠ ইতিহাস স্টেডিয়াম থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল ইউনাইটেড।

প্রিমিয়ার লিগে যেহেতে ম্যানসিটির এবার আর শিরোপা জয় করা হচ্ছে না, তাই ভাবা হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগকেই নজরে রেখেছেন কোচ পেপ গার্দিওলা। তাই এ ম্যাচে হয়তো ইউনাইটেডই এগিয়ে থাকবে। তবে প্রথম পর্বে হারের মধুর প্রতিশোধ নিশ্চিত নিতে চাইবেন আগুয়েরো-রহিম স্টার্লিংরা। অন্যদিকে ম্যানইউ’র লক্ষ্য থাকবে এই ম্যাচ জিতে চতুর্থ স্থানে থাকা চেলসির (২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট) উপর চাপ বাড়ানো।

এই ডার্বিতে মাঠে নামার আগে অবশ্য দুর্দান্ত ছন্দে রয়েছে ম্যানইউ। গত জানুয়ারিতে লিভারপুলের কাছে হারের পর টানা ৯টি ম্যাচে অপরাজিত ওলে গুনার সুলশারের শিষ্যরা। এরমধ্যে পাঁচটিতেই এসেছে জয়। তাই চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নামার আগে দলের এই ফর্ম ভরসা জোগাচ্ছে ম্যানইউ কোচকে।  

এদিকে ম্যানইউ’র মতো সিটিও শেষ কয়েকটি ম্যাচে দারুণ ছন্দে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচটি ম্যাচে জয় পেয়েছে তারা। যার মধ্যে রয়েছে লিগ কাপ ফাইনাল ও সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদ ম্যাচ।

চলতি মৌসুমে সিটির হয়ে ধারাবাহিক ভালো ফুটবল খেলছেন কেভিন ডি ব্রুইন। এছাড়া সার্জিও আগুয়েরোর গোলের বর্তমান ফর্ম চিন্তায় রাখবে ম্যানইউকে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।