ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চেলসিতে বিধ্বস্ত এভারটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
চেলসিতে বিধ্বস্ত এভারটন

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনকে বিধ্বস্ত করলো চেলসি। ঘরের মাঠে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা ৪-০ গোলের বড় জয় পেয়েছে। আর এ জয়ে লিগের চতুর্থ স্থানেই রইলো ব্লুজ খ্যাত দলটি। দলের হয়ে একটি করে গোল করেন ম্যাসন মাউন্ড, পেদ্রো, উইলিয়ান ও অলিভার জিরুদ।

রোববার (০৮ মার্চ) স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে চেলসি। আর গোল পেতেও খুব দেরি হয়নি।

ম্যাচের ১৪তম মিনিটে মাউন্টের শট ইংল্যান্ড জাতীয় দলের গোলরক্ষক পিকফোর্ড দারুণ প্রচেষ্টা নিয়েও রুখতে পারেনি। পেদ্রোর পাস থেকে লক্ষ্যভেদ করেন মাউন্ট।

২১তম মিনিট পর পেদ্রো গোলে চেলসির ব্যবধান দ্বিগুণ হয়। রস বার্কলের অ্যাসিস্টে পেয়ে ডি বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন এই স্প্যানিশ তারকা।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে চেলসি। ফলে ৫১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্যবধান আরও বাড়ান উইলিয়ান। আর তিন মিনিট পর ব্যবধানে ৪-০ করে এভারটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড জিরুদ। উইলিয়ানের ক্রসে থেকে ডান পায়ের শটে গোলটি করেন তিনি।

প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে চেলসি। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এমএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।