ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

এমনকি মেসিও টেকনিকে নেইমারকে হারাতে পারবেন না!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এমনকি মেসিও টেকনিকে নেইমারকে হারাতে পারবেন না! মেসি ও নেইমার

বল পায়ে লিওনেল মেসি যখন প্রতিপক্ষকে কাবু করেন তখন গ্যালারি ভেসে যায় উল্লাসে। এমনকি বিপক্ষ দলের সমর্থকরাও বার্সেলোনা ফরয়োর্ডের বল নিয়ে কারিকুরি দেখে ওঠে দাঁড়ায় অভিবাদন জানাতে। একই কথা প্রযোজ্য নেইমারের ক্ষেত্রেও। সবাই জানে বল পায়ে গেলে কি করতে পারেন ব্রাজিলের পিএসজি ফরোয়ার্ড। 

তবে রেকর্ড ছয়টি ব্যালন ডি’অরের মালিক আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি বল পায়ে টেকনিক সক্ষমতায় নেইমারের পেছনে থাকবেন মনে করেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কাফু। সাবেক রোমা ও এসি মিলান রাইট-ব্যাক ফক্স নিউজকে বলেন, ‘টেকনিক্যালি, নেইমার পৃথিবীর সেরা খেলোয়াড়।

’ 

সেলেকাওদের হয়ে টানা তিন বিশ্বকাপের ফাইনাল খেলা ৪৯ বছর বয়সী তারকা আরও বলেন, ‘এই সময়ে, টেকনিক্যালি, কেউ নেইমারকে হারাতে পারবে না। এমনকি মেসিও। যদিও আমি তার ভক্ত। কিন্তু সেও টেকনিক্যাল দক্ষতায় নেইমারকে অতিক্রম করতে পারবে না। ’ 

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।