ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

বাতিল হতে পারে চলতি ফুটবল মৌসুম!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
বাতিল হতে পারে চলতি ফুটবল মৌসুম! বাতিল হতে পারে চলতি ফুটবল মৌসুম!

উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফরিন জানিয়েছেন, জুনের শেষের দিকে যদি পুনরায় শুরু হতে না পারে তবে বাতিল হয়ে যেতে পারে চলতি ফুটবল মৌসুম।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে মাঝপথে স্থগিত করা হয়েছে ইউরোপের অধিকাংশ ফুটবল লিগ। তার মধ্যে আগামী জুনে শুরু হওয়ার কথা থাকলেও ইউরো-২০২০ টুর্নামেন্ট পেছানো হয়েছে এক বছরের জন্য।

সেফরিন জানান, মৌসুম বন্ধ দরজায় বা দর্শক শূন্যভাবে শেষ করা যেতে পারে। উয়েফা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যদি পুনরায় শুরু করতে সফল না হই, তাহলে সম্ভবত এই মৌসুম বাতিল হতে পারে। ’

ইতালিয়ান গণমাধ্যম লা রিপাবলিকা’কে এই স্লোভেনিয়ান নিজেদের পরিকল্পনা সম্পর্কে আরও বলেন, ‘আমাদের প্ল্যান-এ, বি এবং সি রয়েছে। এই তিন অপশন অনুযায়ী লিগ আবার শুরু হতে পারে মধ্য মে মাসে, জুন অথবা জুনের শেষদিকে। আগামী মৌসুম শুরুর আগেও পুনরায় এ মৌসুম শুরুর সম্ভাবনা রয়েছে। আমরা লিগ এবং ক্লাবগুলোর জন্য সবচেয়ে ভালো সমাধান দেখব। ’

২০১৯-২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ বাকি আছে কেবল ৯টি। তবে অন্যান্য লিগে এখনও প্রায় ১১-১২টি ম্যাচ রয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।