ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর সঙ্গে খেলেছি, তবে মেসিই জিনিয়াস: কাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
রোনালদোর সঙ্গে খেলেছি, তবে মেসিই জিনিয়াস: কাকা রোনালদো, কাকা ও মেসি

মেসি বড় তারকা নাকি রোনালদো? দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে এই আলোচনা চলছেই। এই প্রশ্নের আসলে সঠিক উত্তর পাওয়াটা বেশ কঠিনই। কেননা নিজ নিজ জায়গা থেকে দু’জনেই মহাতারকা। তবে এক সময়ের ব্রাজিল সুপারস্টার কাকা জানিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেললেও লিওনেল মেসিকেই তিনি এগিয়ে রাখবেন।

২০০৯ সালে এসি মিলান ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি দেন কাকা। একই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসেন রোনালদোও।

তবে আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা মেসিকেই সেরা মনে হয়েছে কাকার।

ফিফা চ্যানেলের জন্য ইন্সটাগ্রামের লাইভে প্রশ্ন-উত্তর পর্বে কাকার কাছে জানতে চাওয়া হয় কে সেরা। কাকা বলেন, ‘আমি ক্রিস্টিয়ানোর সঙ্গে খেলেছে, সে অসাধারণ একজন খেলোয়াড়। তবে আমি মেসির দিকেই যাবো। সে একজন জিনিয়াস। প্রতিভায় ভরা। সে যেভাবে খেলে অবিশ্বাস্য। ’

এদিকে বর্তমানে জুভেন্টাসে খেলা পর্তুগিজ অধিনায়ক রোনালদোকেও প্রশংসায় ভাসিয়েছেন কাকা। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো একটা মেশিন। শুধু এমনটা নয় যে সে স্ট্রং, পাওয়ারফুল ও ফাস্ট। সে মানসিকভাবেও শক্তিশালী। সে সবসময় খেলতে ও জিততে চায়। সেরা হতে চায়। আমার কাছে এই ব্যাপারটাই অবিশ্বাস্য লাগে। ’

কাকা আরও যোগ করেন, ‘খেলার ইতিহাসে তারা (মেসি ও রোনালদো) অবশ্যই সেরা পাঁচে থাকবে। আমরা খুবই ভাগ্যবান যে এ দু’জনের খেলা দেখতে পেরেছি। ’

এদিকে কাকার কাছে জানতে চাওয়া হয় ব্রাজিলিয়ানদের মধ্যে একসঙ্গে ও প্রতিপক্ষ হিসেবে কাদের নাম বলবেন। জবাবে ৩৭ বছর বয়সী এই সাবেক ফরোয়ার্ড বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে বেশ কয়েকজন গ্রেটের সঙ্গে খেলেছি। তবে রোনালদো (নাজারিও) ছিল সেরা। এরপরেই আমি রোনালদিনহোর নাম বলবো। যার সঙ্গে আমি মিলান ও রিয়াল মাদ্রিদে থেকে প্রতিপক্ষ হিসেবে খেলেছি। ’

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।