ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার বাড়িতে হামলা, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার বাড়িতে হামলা, গ্রেফতার ২ সাবিনা খাতুন

সাতক্ষীরা: সাতক্ষীরায় জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাড়িতে তুচ্ছ ঘটনায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে প্রতিবেশিদের সঙ্গে তুচ্ছ ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটে।  
এতে আহত হয়েছেন  সাবিনা খাতুন ও তার বোন সালমা খাতুন।

 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, শহরের জজকোর্ট সংলগ্ন সবুজবাগ এলাকায় জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুনের বাড়িতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশি ইমনের নেতৃত্বে অন্যরা হামলা চালায়। এতে সাবিনা ও তার বোন সালমা আহত হলে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের মধ্যে ইমন হোসেন ও লতা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।  

২৬ বছর ফরোয়ার্ড সাবিনা বাংলাদেশের জার্সিতে ৩৭ ম্যাচে করেছেন ১৯ গোল। বর্তমানে তিনি ক্লাব পর্যায়ে খেলছেন বসুন্ধরা কিংসের হয়ে। এছাড়া ইন্ডিয়ান্স উইমেন লিগের ক্লাব সেথু এফসি’র হয়েও খেলেছেন সাবিনা।  

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।