ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

করোনা ভাইরাসে পেপ গার্দিওলার মায়ের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
করোনা ভাইরাসে পেপ গার্দিওলার মায়ের মৃত্যু

করোনা ভাইরাস সংক্রমণে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মা দোলোর্স সালা কারিও মারা গেছেন। বার্সেলোনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে সিটি কর্তৃপক্ষ।

সোমবার (০৬ এপ্রিল) স্পেনে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ছাড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ৬৩৭ জন মারা গেছেন।

অথচ গার্দিওলা গত মাসে করোনা আক্রান্তদের সাহায্য করতে বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি টাকার বেশি অনুদান দিয়েছেন।

এদিকে গার্দিওলার মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে সিটির চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।