ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে লিভারপুল কিংবদন্তি ডালগ্লিশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে লিভারপুল কিংবদন্তি ডালগ্লিশ স্যার কেনি ডালগ্লিশ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লিভারপুলের কিংবদন্তি ফরোয়ার্ড স্যার কেনি ডালগ্লিশ। ৬৯ বছর বয়সী সাবেক স্কটিশ তারকার কোভিড-১৯ পজিটিভ খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। 

আক্রান্ত হলেও ডালগ্লিশের শরীরে কোনো ধরনের করোনার উপসর্গ দেখা দেয়নি শুরুতে। বুধবার (০৮ এপ্রিল) শিরায় প্রদানের জন্য এক অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

ভর্তির পর করোনা ভাইরাস সংক্রমিত কিনা তা জানার জন্য রুটিনমাফিক পরীক্ষা করা হয় সাবেক সেল্টিক তারকাকে। আর ‘অপ্রত্যাশিতভাবে’ ফলাফল আসে পজিটিভ। এমনটাই জানায় ডালগ্লিশের পরিবার।  

১৯৭৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার আগে ডালগ্লিশ সেল্টিকের জার্সিতে চারবার স্কটিশ লিগ শিরোপা জিতেছেন। অ্যানফিল্ডে খেলোয়াড় ও কোচ হিসেবে আটবার লিগ চ্যাম্পিয়নশিপ এবং তিনবার ইউরোপীয়ান কাপ জিতেছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।