ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন ব্রাজিলের ৮২ বিশ্বকাপের জিকোরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
করোনা মোকাবিলায় এগিয়ে এলেন ব্রাজিলের ৮২ বিশ্বকাপের জিকোরা জিকো-ফ্যালকাওদের ১৯৮২ বিশ্বকাপের ঐতিহাসিক ব্রাজিল দল।

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে পুরো বিশ্বের চিত্র বদলে গেছে। পৃথিবী যেন তার নিজস্বতা হারিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন। অন্য অনেক দেশের মতো দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও করোনা সংক্রমণ বড় আকার ধারণ করছে। আর দেশের এমন ক্রান্তিকালে বিভিন্নস্তরের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার ভিন্নভাবে এগিয়ে এলেন জিকো-ফ্যালকাওদের ১৯৮২ বিশ্বকাপের ঐতিহাসিক ব্রাজিল দল।

যদিও সেই দলের অধিনায়ক সক্রেটিসসহ বেঁচে নেই গোলরক্ষক পেরেস ও মিডফিল্ডার বাতিস্তা। তবে মহান এই উদ্যোগের নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছেন সেই দলের মিডফিল্ডার পাওলো রবার্তো ফ্যালকাও।

সেই দলটি বিশ্বকাপ না জিতলেও মন জিতেছিল বিশ্বের। এবার মানবিকতায়ও মানুষের পাশে এসে দাঁড়ালেন।

৮২ বিশ্বকাপ দলের ১৯ জন সদস্য তহবিল সংগ্রহে এগিয়ে এসেছেন। ইতোমধ্যে এক সপ্তাহের মধ্যেই জিকো, সক্রেটিসদের এই দল ত্রাণের জন্য সংগ্রহ করেছে পাঁচ লাখ মার্কিন ডলার।

ব্রাজিলের সব নাগরিকের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ফ্যালকাও বলেন, ‘ব্রাজিলের সেই ৮২ সালের বিশ্বকাপের দল বিখ্যাত ছিল সৃষ্টিশীলতা, দলগত সংহতি ও দেশের জন্য একসঙ্গে ঝাঁপানোর জন্য। ফের আমরা ব্রাজিলের জন্য ঝাঁপাচ্ছি। ’

করোনা সংক্রমণে ব্রাজিলে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে ৯০০’র বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।