ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

করোনা মোকাবিলায় ফের মানবিক রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
করোনা মোকাবিলায় ফের মানবিক রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো-ছবি: সংগৃহীত

মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়ে ইতালি ও পর্তুগালে এক দফা অর্থ দান করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার নিজ দেশ পর্তুগালের ফুটবল বাঁচাতেও এগিয়ে এসেছেন জুভেন্টাস উইঙ্গার।

রোনালদো সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগালের অ্যামেচার ফুটবলারদের সাহায্য করবেন। এই সিদ্ধান্ত অনুযায়ী, ইউরো-২০২০ এ কোয়ালিফাই করার জন্য যে বোনাস পাবেন তার অর্ধেকটা তিনি দান করবেন অপেশাদার ফুটবল সংগঠকদের।

তবে তিনি একা নন, ইউরোজয়ী অধিনায়কের সিদ্ধান্তে সায় দিয়েছেন তার সতীর্থরাও।

পর্তুগিজ জাতীয় দলের খেলোয়াড়দের দান করা অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ৪০ কোটি টাকা। এই দানের আইডিয়া যে রোনালদোর, 'ব্লিচার রিপোর্ট'কে তা নিশ্চিত করেছেন ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নান্দো সিলভা।  

পরে এক বিবৃতিতে দানের বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। এই অর্থে করোনায় ক্ষতিগ্রস্ত অপেশাদার ফুটবলারদের অভাব দূর করা হবে। এবং ক্লাবগুলোর সমস্যার সাময়িক সমাধান করা হবে। জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠে আসার পথ টিকিয়ে রাখতেই এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, করোনার কারণে এক বছর পিছিয়ে গেছে এবারের ইউরো।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।