ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

করোনা: তিন সপ্তাহ পর হাসপাতাল ছাড়লেন ফেলাইনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
করোনা: তিন সপ্তাহ পর হাসপাতাল ছাড়লেন ফেলাইনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মারুয়ান ফেলাইনি/ছবি: সংগৃহীত

তিন সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বেলজিয়ান মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের জিনান শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। চাইনিজ সুপার লিগে খেলা একমাত্র করোনা আক্রান্ত ফুটবলার তিনি।

একসময় ইংলিশ প্রিমিয়ার লিগ দাপিয়ে বেড়ানোর ফেলাইনি বর্তমানে চাইনিজ সুপার লিগের ক্লাব শ্যানডং লুনেং-এ খেলেন। চীনে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর গত ২২ মার্চ ফেলাইনির আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।

এরপর তিন সপ্তাহ হাসপাতালে কাটাতে হয় তাকে। চিকিৎসা শেষ পুরোপুরি সেরে ওঠেছেন তিনি।

হাসপাতাল ছাড়লেও আপাতত ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে ফেলাইনিকে। হাসপাতাল ছাড়ার একটি মুহূর্তের ছবি পোস্ট করে সেখানকার মেডিক্যাল স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আপাতত বাড়িতে বসেই অনুশীলন চালিয়ে যাবেন তিনি। অবশ্য এর আগে তিনি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ও নিজেকে ফিট রাখার জন্য অনুশীলন চালিয়ে গেছেন।

গত ফেব্রুয়ারিতে ১০.৪ মিলিয়ন পাউন্ডে দলবদল করে চাইনিজ লিগে খেলতে আসেন ফেলাইনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে করেছেন ১২ গোল। ৫টি অ্যাসিস্টও আছে।  

চাইনিজ সুপার লিগ ফের শুরু হবে এপ্রিলের শেষ কিংবা মে'র শুরু থেকেই। এর আগে ফেলাইনি করোনা পজিটিভ হওয়ার পর লিগের খেলা স্থগিত রাখা হয়। তবে চীন এখন অনেকটাই করোনা ঝুঁকিমুক্ত হওয়ায় এবং লকডাউন শিথিল করায় ফের অনুশীলনে ফিরতে শুরু করেছে ক্লাবগুলো। চীন হতে যাচ্ছে প্রথম দেশ যেখানে পুরোদমে বিভিন্ন লিগ ফের শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।