ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

দেম্বেলেকে বিক্রি করার সময় এসেছে বার্সার: রিভালদো 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
দেম্বেলেকে বিক্রি করার সময় এসেছে বার্সার: রিভালদো  দেম্বেলে ও রিভালদো

২০১৭ সালে যখন রেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব পূরণের জন্য একই বছর বরুশিয়া ডর্টমুন্ড থেকে বিপুল অঙ্কের অর্থ খরচ করে ওসমানে দেম্বেলেকে ক্যাম্প ন্যুয়ে আনে কাতালানরা। 

কিন্তু ফরাসি উইঙ্গার নতুন ঠিকানায় এলেও আনতে পারেননি পুরনো ফর্ম। তার জন্য নিজের ফিটনেস ও দুর্ভাগ্যই দায়ী।

একের পর চোটে পড়ে মাঠের চেয়ে মাঠের বাইরে বেশি সময় কেটেছে দেম্বেলের।

২২ বছর বয়সী বিশ্বকাপজয়ী তারকার প্রতিভা নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ সময় চোটগ্রস্থ থাকায় কাতালানদের মন থেকেও এক প্রকার বাইরে চলে গেছেন তিনি। এদিকে বার্সাও আগামী মৌসুমে ফেরাতে পারে নেইমারকে। এমনকি লা লিগা চ্যাম্পিয়নরা হাত বাড়িয়ে দিয়েছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লওতারো মার্তিনেজের দিকেও।  

যার ফলে ক্যাম্প ন্যুয়ে ব্রাত্য হয়ে পড়তে পারেন দেম্বেলে। তবে রিভালদোর চোখে যে তিনি রীতিমত বাতিলের খাতায় চলে গেছেন তা বলাই বাহুল্য।  সাবেক বার্সা কিংবদন্তি মনে করেন, উঁচু-দরের দেম্বেলেকে যথেষ্ট সময় দিয়েছে কাতালানরা। কিন্তু ফরাসি উইঙ্গার নিজেকে প্রমাণ করতে বারবার ব্যর্থ হয়েছেন। তার জন্য প্রাক্তন ক্লাব বার্সাকে সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার প্রস্তাব দিয়েছেন দেম্বেলেকে বিক্রি করে দেওয়ার।  

৪৭ বছর বয়সী কাতালান কিংবদন্তি বেটফেয়ার নামের এক গণমাধ্যমকে বলেন, ‘তিন বছর আগে বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছিল ওসমানে দেম্বেলে এবং সে অনেক সময় পেয়েছে ক্লাবে নিজেকে প্রতিষ্ঠিত ও প্রমাণ করার। কিন্তু সে কখনও ক্লাবে নিজের সেরাটা দেখাতে পারেনি। ’ 

দেম্বেলেকে অবশ্য এখনও সম্ভাবনাময়ী তারকা হিসেবে দেখেন রিভালদো, ‘সে এখনও অত্যন্ত সম্ভাবনাময়ী খেলোয়াড়। তবে আমি মনে করি, এই গ্রীষ্মই হতে পারে তাকে বিক্রি বা বিনিময়ের জন্য বার্সেলানার সঠিক সুযোগ। ’ 

দেম্বেলেকে এক প্রকার ব্রাত্য তালিকায় ফেলে কিছুটা সহানুভূতি ও উপদেশও দিয়ে দিয়েছেন রিভালদো, ‘চোটের জন্য সে খুবই দুর্ভাগা। কিন্তু কিছু কিছু মুহূর্তে তাকে আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করতে হবে। ’ 

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।