ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

করোনা: বেতন কম নিচ্ছেন লুইস এনরিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
করোনা: বেতন কম নিচ্ছেন লুইস এনরিকে লুইস এনরিকে/ ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইউরোপের বহু দেশের মতো স্পেনেও এখন লকডাউন চলছে। এরইমধ্যে স্থগিত করা হয়েছে দেশটির সবধরনের ফুটবল। যেহেতু খেলা বন্ধ, ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তবে দেশের ফুটবল ফেডারেশনের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন স্পেন জাতীয় দলের প্রধান কোচ লুইস এনরিকে।

কোনো চাপে পড়ে নয়, নিজে থেকেই ২৫ শতাংশ বেতন কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এনরিকে। স্প্যানিশ সংবাদমাধ্যম 'এএস'র এক রিপোর্ট অনুযায়ী, এনরিকে বেতন কম নেওয়ায় 'আরএফইএফ' প্রায় সাড়ে ৩ লাখ ইউরোর সমপরিমাণ আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা।

প্রায় ছয় মাস ধরে মাঠে নামা হচ্ছে না 'লা রোহা'দের। পরিস্থিতির উন্নতি না হলে সময়টা আরও দীর্ঘায়িত হবে সন্দেহ নেই। এ অবস্থার মধ্যেও অবশ্য জাতীয় দলের কারো বেতন কেটে রাখার সিদ্ধান্ত নেয়নি স্পেনের ফুটবল ফেডারেশন। কিন্তু দায়িত্ববোধ থেকে নিজেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এনরিকে।

২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত স্পেনের প্রধান কোচের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এনরিকে এক ভিডিও বার্তায় বলেন, 'এই মহামারির কারণে যে ক্ষতি হচ্ছে তা পুষিয়ে নেওয়ার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। এসময় নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। যখন এমন কিছু ঘটতে থাকে, তখন ফুটবল তেমন গুরুত্বপূর্ণ নয়। '

করোনায় আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই স্পেনের অবস্থান। 'ওয়ার্ল্ডোমিটার'র সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮ হাজার ৩৮৯ এবং মৃতের সংখ্যা ২১ হাজার ৭১৭। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৩৯ হাজার ৭২২ এবং মৃতের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২৮০।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।