ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

জাতীয় দলের ফুটবলার ইমন মাহমুদ বাবুর বাবা মারা গেছেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
জাতীয় দলের ফুটবলার ইমন মাহমুদ বাবুর বাবা মারা গেছেন পিতা হারালেন ইমন মাহমুদ বাবু

বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং বসুন্ধরা কিংসের অ্যাটাকিং মিডফিল্ডার ইমন মাহমুদ বাবুর বাবা মো. তোতা মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। 

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন ইমন মাহমুদ বাবুর বাবা। তিনি ৬ সন্তানের জনক ছিলেন।

 

ইমন মাহমুদ বাবুর বাবার মৃত্যুতে নিজেদের অফিসিয়াল ফেসবুকে শোক প্রকাশ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।  

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ১৪ ম্যাচ খেলেছেন ইমন মাহমুদ বাবু। ২০১৮ সালে রেকর্ড গড়া ট্রান্সফার ফি’র বিনিময়ে ঢাকা আবাহনী ছেড়ে তিনি যোগ দেন বসুন্ধরা কিংসে।   

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।