ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কুতিনহোর অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
কুতিনহোর অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন ফিলিপ্পে কুতিনহো

ফিলিপ্পে কুতিনহোর গোড়ালিতে অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সুস্থ না হওয়া পযর্ন্ত ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দুই সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। বায়ার্ন তাদের অফিসিয়াল টুইটার পেজে লিখেছে, ‘শুক্রবার ফিলিপ্পে কুতিনহোর ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপাচার হয়েছে।

অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কুতিনহোর সম্পূর্ণ সুস্থ হতে প্রায় ১৪ দিনের মতো লাগতে পারে। ’ 

চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে ধারে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় যোগ দেন কুতিনহো।  

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে আপাতত স্থগিত আছে বুন্দেসলিগা। তবে সম্ভাব্য সূচি হিসেবে ০৯ মে ফের জার্মান ফুটবলের সর্বোচ্চ লিগের চলতি মৌসুম শুরু হতে পারে। যার জন্য ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বায়ার্ন ও ডর্টমু্ন্ডের মতো জায়ান্ট ক্লাবগুলো।  

বুন্দেসলিগার সিইও ক্রিস্টিয়ান সেইফার্ট জানিয়েছেন, সরকারের প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া গেলে ০৯ মে পুনরায় লিগ শুরু হবে।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।