ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপা নয়, স্টার্লিংয়ের দরকার কেবল মেসির একটা জার্সি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
শিরোপা নয়, স্টার্লিংয়ের দরকার কেবল মেসির একটা জার্সি রাহিম স্টার্লিং ও লিওনেল মেসি

ম্যানচেস্টার সিটির জার্সি গাযে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন রাহিম স্টার্লিং। ব্যক্তিগত নৈপুণ্যের অর্জনও কম নয় ২৫ বছর বয়সী ইংলিশ উইঙ্গারের। ভবিষ্যতেও হয়তো আরও অসংখ্য শিরোপা জিতবেন তিনি। কিন্তু এত এত অর্জন সত্বেও এখনও সন্তুষ্ট হতে পারেননি স্টার্লিং।

কারণ তার সংগ্রহে নেই লিওনেল মেসির একটি জার্সি। অসংখ্য তারকা ফুটবলারের জার্সি সংগ্রহে আছে স্টার্লিংয়ের।

কিন্তু তাতে কি আর মন ভরে। বিশ্বসেরা ফুটবলারের একটি জার্সিই যদি নিজের কাছে না থাকলো তবে কী! আর সংগ্রহটা সম্পূর্ণ করতে স্টার্লিয়ের দরকার কেবল মেসির একটা জার্সি।  

এভারটনের পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেজের বিপক্ষে ই-প্রিমিয়ার লিগ ইনভাইটেশনাল টুর্নামেন্টের ম্যাচ খেলতে বসেছিলেন স্ট্রার্লিং। তার আগে সিটিজেন তারকা বলেন, ‘সত্যিকার অর্থে কেবল আমি একটা জিনিসই চাই, তা হচ্ছে মেসির একটি জার্সি। ’ 

স্টার্লিং আরও বলেন, ‘আমরা যখন বার্সেলোনায় গিয়েছিলাম তখন নেইমারের একটা জার্সি পেয়েছিলাম। ঐটাই প্রথম জার্সি যা আমি প্রথমবার কারও কাছ থেকে খুঁজে নিয়েছিলাম। যখন আমি ফুটবল থেকে অবসর নেবো এবং অন্য কোথাও থিতু হবো, তখন আমি আমার রুম শিরোপা ও ফুটবর জার্সিতে সাজিয়ে রাখবো। ’  

যদিও মেসির জার্সি ‘ওয়ান্টেড লিস্ট’র একদম উপর সারিতে আছে তবে আরেকজন বার্সেলোনা কিংবদন্তি আছেন যিনি ছোটোবেলা থেকে প্রনোদনা জুগিয়েছেন স্টার্লিংকে। তিনি ব্রাজিলের সাবেক কাতালান মিডফিল্ডার রোনালদিনহো। মেসির আগে যিনি ক্যাম্প ন্যুয় ভরিয়ে রাখতেন ফুটবল জাদুতে।  

ইউটিউবে রোনালদিনহোর এমন কোনো ভিডিও নেই যেখানে ক্লিক পড়েনি স্টার্লিংয়ের। সেই ব্যাপারে সাবেক লিভারপুল মিডফিল্ডার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’কে বলেন, ‘রোনালদিনহো, ছিলেন একজন। আপনি আমার ইউটিউব ইতিহাস দেখলে বুঝবেন, আমি তার খেলোয়াড়ি জীবনের প্রত্যেক ভিডিও ক্লিপ দেখেছি। ’ 

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।