ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

করোনা: বাতিল হতে পারে এ বছরের ফুটবল লিগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
করোনা: বাতিল হতে পারে এ বছরের ফুটবল লিগ বাফুফের সঙ্গে টেলিকনফারেন্সে অংশ নেয় ক্লাবগুলো/ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস মহামারির কারণে দেশে সবধরনের ফুটবল আপাতত স্থগিত রয়েছে। কবে নাগাদ মাঠে গড়াবে তারও কোনো নিশ্চয়তা নেই। এমন অবস্থায় দেশের অধিকাংশ ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুম শেষ করতে আগ্রহী নয়। ফলে চলতি বছরের ফুটবল লিগ সম্ভবত বাতিল হতে যাচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ক্লাবগুলো একথা জানান।

সভা শেষে লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘আমরা চাই খেলা মাঠে গড়াক।

কিন্তু বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ক্লাবগুলো চাইছে এ বছর আর লিগ না হোক। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমি দিতে পারব না। বিষয়টা তাই ফেডারেশেনর নির্বাহী কমিটিতে পাঠাব। ’

ঢাকা আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বাংলানিউজকে বলেন, ‘এটা নিয়ে বিভিন্ন মতামত আসছে। কিন্তু প্রায় সব ক্লাব চায় লিগ না হোক। কারণ কবে আবার খেলা হবে সেটা তো কেউ বলতে পারছে না। আমরা বলেছি যে দেশি ফুটবলারদের নিয়ে চালিয়ে নিতে কিন্তু অন্যান্য ক্লাব চাচ্ছে না বিদেশি ফুটবলার ছাড়া খেলতে। তবে লিগ হবে কি না সেই সিদ্ধান্ত দেবে নির্বাহী কমিটি। ’

ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বাংলানিউজকে বলেন, ‘বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে খেলা কবে শুরু হবে তা কেউ বলতে পারে না। আগামী তিন-চার মাস কি হবে সেটাও কেউ জানে না। আনুমানিক নভেম্বর-ডিসেম্বরের কথা বলা হচ্ছে, কিন্তু সেটা তো আবার নতুন মৌসুমে পড়ে যায়। আর ক্লাবগুলো মূলত চলে অনুদানের ওপর। এখন কেউ টাকাও দিতে চাচ্ছে না। তাই সবাই মিলে জানিয়ে দিয়েছি এবার লিগটা না খেলাই ভালো। ’

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।