ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

করোনাতেও থেমে নেই নিকারাগুয়ার ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
করোনাতেও থেমে নেই নিকারাগুয়ার ফুটবল লিগ মানাগুয়া বনাম ফেরাত্তির ম্যাচের দৃশ্য: ছবি-সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে ইউরোপের শীর্ষ ফুটবলের পাশাপাশি স্থগিত প্রায় সারা বিশ্বের ক্রীড়া জগৎ। কিন্তু চিত্রটা সব দেশেই এক রকম নয়। 

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবল ৪৯ দিন ধরে স্থগিত থাকলেও দাপটের সঙ্গে চলছে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরের মধ্যবর্তী মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার ফুটবল।  

ইতোমধ্যে দেশটির শীর্ষ ফুটবল নিকারাগুয়া প্রিমিয়ার লিগ প্লে-অফের চলতি মৌসুমের ফাইনালিস্টও নিশ্চিত হয়ে গেছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে ওয়াল্টার ফেরাত্তিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মানাগুয়া এফসি।  

করোনার সময়েও যেসব দেশে এখনও ফুটবল স্থগিত হয়নি তার অল্প সংখ্যক দেশের একটি নিকারাগুয়া। এর আগে রাশিয়ার পাশ্ববর্তী দেশ বেলারুশেও এই মরণঘাতি মহামারির সময় ফুটবল চালু রাখা নিয়ে হৈ-চৈ হয়েছিল গণমাধ্যমে।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।