ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

কুতিনহো বিস্ময়কর: থিয়াগো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ৪, ২০২০
কুতিনহো বিস্ময়কর: থিয়াগো আলাকানতারা ও কুতিনহো

ফিলিপ্পে কুতিনহোর পেশাদারি ক্যারিয়ারের দুর্দান্ত সময় কেটেছে লিভারপুলে। ২০১৩-১৮ মৌসুম অল রেডদের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানোর পর বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলিয়ান উইঙ্গার। কিন্তু অ্যানফিল্ডের ফর্ম ক্যাম্প ন্যুয়ে নিয়ে আসতে পারেননি তিনি। পরে কাতালানরা তাকে ধারে পাঠিয়ে দেয় অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। 

২০১৯/২০ মৌসুমে ধারে বায়ার্ন মিউনিখে খেলছেন কুতিনহো। অনেকদিন ধরে গুঞ্জন চলছে, ফের বার্সায় ফিরে যেতে চান না তিনি।

পাকাপাকিভাবে বায়ার্নেই থেকে যেতে চান ২৭ বছর বয়সী তারকা।  

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় কুতিনহো সতীর্থ হিসেবে পেয়েছেন রবার্ট লেভানডভস্কি, সের্গে নাব্রি, থিয়াগো আলাকানতারার মতো তারকাদের। তাদের সঙ্গে বেশ জানাশোনাও হয়ে গেছে সেলেকাও তারকার।  

স্প্যানিশ মিডফিল্ডার আলাকানতারা তো চান, কুতিনহোর ক্যারিয়ার বায়ার্নেই শেষ হোক। ব্রাজিলিয়ান সতীর্থের প্রশংসা করে তিনি জানান, বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়ে কুতিনহো ক্যারিয়ার শেষ করলে ‘দারুণ’ হবে।

লা ভ্যানগার্দিয়া নামক এক কাতালান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলকানতারা বলেন, ‘আমি তাকে খুব ভালোভাবে জানি। সে খুব ভালো। ’ 

জন্ম ইতালিতে হলেও স্পেনের হয়ে খেলেন আলাকানতারা। ২৯ বছর বয়সী মিডফিল্ডারের আবার নাগরিক পরিচয় আছে ব্রাজিলেরও। যার কারণে শৈশব থেকে কুতিনহোর সঙ্গে চেনাজানা তার। সেই স্মৃতি খুলে দিয়ে আলাকানতারা বলেন, ‘যখন সে ১২ বছর তখন থেকে আমি তাকে খেলতে দেখেছি। ব্রাজিলে ফুটবল সালায় আমি তার বিপক্ষে খেলেছি এবং আমি তাকে ভালোবাসি। ’ 

তিনি আরও বলেন, ‘তার কোনোকিছুর অভাব নেই। আমি শীর্ষ পর্যায়ের ফুটবলারদের সঙ্গে খেলতে পছন্দ করি এবং সে বিস্ময়কর। সে খুব ভালো সঙ্গী। অপ্রতিরোধ্য কৌশল ও অবিশ্বাস্য ফিনিশিংয়ের পাশাপাশি সত্যিকার অর্থে সে একজন কঠোর পরিশ্রমী খেলোয়াড়। ’ 

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ০৪, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।