ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

২০ জুন থেকে শুরু মেসি-রামোসদের লা লিগা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মে ৮, ২০২০
২০ জুন থেকে শুরু মেসি-রামোসদের লা লিগা! রামোস ও মেসি

স্প্যানিশ লা লিগার ক্লাব লেগানেসের কোচ হাভিয়ের আগুইরে জানিয়েছেন, ২০ জুন থেকে ফের শুরু এবং ২৬ জুলাইয়ের মধ্যে চলতি মৌসুম শেষ করার পরিকল্পনা করছে লা লিগা কর্তৃপক্ষ। 

অবশ্য স্থগিত হয়ে যাওয়া ২০১৯/২০ মৌসুম ফের শুরুর ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি লা লিগা। তবে লেগানেসের মেক্সিকান কোচের জোর দাবি, লা লিগা কর্তৃপক্ষ তাকে এই তথ্য দিয়েছেন।

 

মার্কা ক্লারো নামের এক গণমাধ্যমকে এ কথা জানান আগুইরে, ‘আমরা ইতোমধ্যে লিগ শুরুর জন্য একটি তারিখ পেয়েছি। ২০ জুন, আমরা লা লিগা শুরু করবো এবং ২৬ জুলাই, পাঁচ সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে শেষ করবো।  

আগামী মৌসুমের কথা চিন্তা করে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো দ্রুত শেষ করা হবে জানান লেগানেস কোচ, ‘খেলা হবে শনিবার-রোবাবার এবং বুধবার-বৃহস্পতিবার। ১১ দিনেরও বেশি সময় খেলা হবে। ’ 

তিনি আরও বলেন, ‘লা লিগা আমাকে সবেমাত্র আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং আমি এটা নিয়ে খুব আনন্দিত, কারণ ইতোমধ্যে আমাদের প্রশিক্ষণের সময়সূচি রয়েছে। আমরা আগামীকাল থেকে অনুশীলন শুরু করবো। ভাগ্যক্রমে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ’

লা লিগা শুরুর তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও অবশ্য অনুশীলন শুরু করে দিয়েছে ক্লাবগুলো। ইতোমধ্যে খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষাও করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মে ০৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।