ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ইতালিয়ান লিগের আরও দুই ফুটবলার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ১৭, ২০২০
ইতালিয়ান লিগের আরও দুই ফুটবলার করোনায় আক্রান্ত সিরি’আ লিগে আরও দুই খেলোয়াড় করোনা আক্রান্ত

করোনা ভাইরাসকে বুড়ো আঙুল দেখিয়ে ইতোমধ্যে ফের শুরু হয়েছে জার্মান বুন্দেসলিগা। মধ্য জুনের সময় শুরু হতে পারে স্থগিত থাকা সিরি’আ লিগও। তবে শুরুর আগে আরও দুই ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইতালিয়ান লিগে। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন পার্মার দুই খেলোয়াড়। এমনটাই জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

ফের মৌসুম শুরুর লক্ষ্যে অনুশীলন শুরুর প্রস্তুতি নিচ্ছে সিরি’আ লিগের ক্লাবগুলো। অবশ্য তার আগে খেলোয়াড়, কোচ ও ক্লাব কর্মকর্তাদের করোনা পরীক্ষা দিতে হচ্ছে।

আর সেই পরীক্ষায় পার্মার সবার ক্ষেত্রে নেগেটিভ ফলাফল এলেও পজিটিভ আসে দুই ফুটবলারের।

আক্রান্ত দুই তারকার নাম প্রকাশ করেনি পার্মা। তবে তাদের আইসোলেশনে রাখা হয়েছে।  

শনিবার (১৬ মে) পার্মা এক বিবৃতিতে জানিয়েছে, ‘তাদের দু’জনের (দুই খেলোয়াড়) প্রথমবারের পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে এবং দ্বিতীয়বারের পরীক্ষায় নেগেটিভ এসেছে যা ২৪ ঘণ্টার মধ্যে করা হয়েছিল। ’ 

ক্লাবটি আরও জানায়, ‘তারা ভালো অবস্থায় আছে এবং তৎক্ষণাৎ তাদের আইসোলেশনে পাঠানো হয়। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ’ 

১৩ জুন থেকে সিরি’আ ফের শুরুর ভোটাভুটিতে ভোট দিয়েছে পার্মা।  

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মে ১৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।