ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করলেন গোলরক্ষক নয়্যার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মে ২১, ২০২০
বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করলেন গোলরক্ষক নয়্যার ম্যানুয়েল নয়্যার

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। নতুন চুক্তি অনুসারে তিনি অ্যালিয়েঞ্জ অ্যারেনায় থাকবেন ২০২৩ সালের জুন পযর্ন্ত। 

নয়্যার বায়ার্নের হয়ে ৭টি বুন্দেসলিগা, পাঁচবার ডিএফবি কাপ জিতেছেন। এছাড়া ২০১১ সালে শালকে থেকে বাভারিয়ানদের স্কোয়াডে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই জিতেছেন চ্যাম্পিয়নস লিগ।

চুক্তি নবায়নের ব্যাপারে ৩৪ বছর বয়সী বায়ার্ন অধিনায়ক বলেন, ‘বাভারিয়ার বাড়িতে আছি অনুভূত হচ্ছে এবং আশাবাদ নিয়ে ভবিষ্যতের দিকে তাকাচ্ছি। ’ 

অতন্দ্র প্রহরী নয়্যার বুন্দেসলিগায় ২৪২ ম্যাচ বায়ার্নের গোলপোস্ট সামলেছেন। এছাড়া ২০০৯ সাল থেকে এখন পযর্ন্ত জার্মানির হয়ে ৯২ ম্যাচ খেলেছেন তিনি। ২০১৪ সালে জিতেছেন বিশ্বকাপ।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ২১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।