ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানালেন ওজিল-পগবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মে ২৫, ২০২০
বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানালেন ওজিল-পগবা মেসুত ওজিল ও পল পগবা

রমজানের রোজার শেষে সোমবার (২৫ মে) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তবে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এবারের ঈদে নেই আনন্দের আমেজ। কঠিন এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিরাপদে থেকে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন মেসুত ওজিল ও পল পগবা। 

জার্মানির সাবেক মিডফিল্ডার আর্সেনালের জার্সি গায়ে নিজের মোনাজাতের এক কার্টুন  ছবি পোস্ট করে তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বিশ্বের সকল মুসলিমদের ঈদের শুভেচ্ছা। আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করুক এবং এই কঠিন সময়ে পথ প্রদর্শন করুক।

নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ’ 

ওজিলের পোস্ট করা ছবিফ্রান্সের হয়ে রাশিয়া বিশ্বকাপজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা দু’টি ঈদের কার্ড পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বের সব মুসলিমদের ঈদ মোবারক। ’ 

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মে ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।