ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মাত্র ২৩ বছর বয়সেই পরপারে ইংলিশ ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ২৭, ২০২০
মাত্র ২৩ বছর বয়সেই পরপারে ইংলিশ ডিফেন্ডার ক্রিস্টিয়ান এমবুলু

মাত্র ২৩ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন মোরকাম্বে ডিফেন্ডার ক্রিস্টিয়ান এমবুলু। 

লন্ডনে জন্ম নেওয়া এ তরুণ ডিফেন্ডার এর আগে খেলতেন মাদারওয়েলের হয়ে। মিলওয়ালের জার্সিতে পেশাদারি ক্যারিয়ার শুরু করা এমবুলু ব্রেন্টউড, ব্রেইনট্রি এবং ক্রিউ’র হয়েও খেলেছেন।

ক্রিউতে মাত্র এক মৌসুম কাটিয়ে গত জানুয়ারিতে তিনি মোরকাম্বেতে যোগ দিয়েছিলেন।  

এমবুলুর মৃত্যুতে তার ক্লাব মোরকাম্বে এক বিবৃতিতে জানিয়েছে, এমবুলু তাদের স্কোয়াডে খুব জনপ্রিয় ছিলেন। অসময়ে  তার হঠাৎ চলে যাওয়া সবাইকে বড় ধাক্কা দিয়েছে।

ক্রিউ ছেড়ে মোরকাম্বেতে যোগ দেওয়ার পর মাত্র তিন ম্যাচ মাঠে নেমেছিলেন তিনি।

এমবুলু খেলেতেন ইংল্যান্ডের চতুর্থ স্তরের পেশাদারি ফুটবল লিগ দুইয়ে।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ২৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।