ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

গার্দিওলার মায়ের পর এবার করোনায় মারা গেলেন কোচ স্মিথের বাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মে ২৮, ২০২০
গার্দিওলার মায়ের পর এবার করোনায় মারা গেলেন কোচ স্মিথের বাবা কোচ ডিন স্মিথ

অ্যাস্টন ভিলার কোচ ডিন স্মিথের বাবা রন স্মিথ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২৭ মে) এই দুঃসংবাদ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। 

ক্লাবটি জানিয়েছে, ৭৯ বছর বয়সী রন স্মিথ আজীবন বার্মিংহামের ক্লাবটির সমর্থক ছিলেন এবং গত চার সপ্তাহ ধরে তিনি কোভিড-১৯ ভাইরাসে ভুগছিলেন।  

প্রধান কোচের বাবার মৃত্যুতে শোক জানিয়ে অ্যাস্টন ভিলা এক বিবৃতিতে জানায়, ‘আমাদের প্রধান কোচ ডিনের বাবা রন স্মিথ ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করায় অ্যাস্টন ভিলা পরিবার শোকাহত।

’ 

কোচদের মধ্যে কেবল ডিন স্মিথের বাবা নন, করোনায় আক্রান্ত হয়ে এর আগে মারা গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির প্রধান কোচ পেপ গার্দিওলার মা।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।