ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানসিটি-আর্সেনালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ২৮, ২০২০
ম্যানসিটি-আর্সেনালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ম্যানসিটি-আর্সেনাল

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসর ফের শুরু হচ্ছে ১৭ জুন। শুরুর প্রথম ম্যাচেই গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে আর্সেনালের। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ শেফিল্ড ফিল্ড। 

খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।  

২০১৯/২০ মৌসুমের শুরু নিয়ে বৃহস্পতিবার (২৮ মে) প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে।

তবে পুনরায় ম্যাচ শুরুর ব্যাপারে সবাই রাজি হয়েছে। তবে ম্যাচগুলো ‘ক্লোজড ডোর’ বা দর্শকশূন্য মাঠে।

ইতোমধ্যে ক্লোজড ডোর মাঠে ফিরেছে জার্মান বুন্দেসলিগা।   জুনে ফিরতে পারে লা লিগা এবং সিরি’আ।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গত ১৩ জুন স্থগিত হয়ে গিয়েছিল প্রিমিয়ার লিগ। ৯ জুন 

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।