ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে পড়েছেন মেসি, ফেরা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুন ৪, ২০২০
ইনজুরিতে পড়েছেন মেসি, ফেরা নিয়ে শঙ্কা লিওনেল মেসি

১২ জুন থেকে পুনরায় শুরু হচ্ছে স্থগিত থাকা স্প্যানিশ লা লিগা। তার জন্য পুরোদমে অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো। তবে  বুধবার (০৩ জুন) বার্সেলোনার অনুশীলনে দেখা যায়নি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। 

অ্যাবডাক্টর মাসলে চোট পেয়েছেন কাতালান অধিনায়ক। চোটের কারণে দলীয় অনুশীলন করেননি মেসি।

জিমেই কাজ করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এদিকে বার্সা ফেরার প্রথম ম্যাচে মাঠে নামবে ১৩ জুন, রিয়াল মার্য়োকার বিপক্ষে। সেই ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা রয়ে গেছে।  

বৃহস্পতিবার (০৪ জুন) একদিনের জন্য অনুশীলনে বিশ্রাম দিয়েছে বার্সা। তবে শুক্রবার (০৫ জুন) থেকে পুনরায় অনুশীলন শুরু করবে লা লিগা চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুন ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।