ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

করোনার নিয়ম ভাঙায় চীনে ৬ ফুটবলার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ৮, ২০২০
করোনার নিয়ম ভাঙায় চীনে ৬ ফুটবলার নিষিদ্ধ চাইনিজ ফূটবল অ্যাসোসিয়েশন

করোনা ভাইরাস সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় ৬ ফুটবলারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে চীন। পাশাপাশি শাস্তিস্বরূপ তাদেরকে আত্ম-সমালোচনামূলক নিবন্ধ লিখতে বলা হয়েছে।

এই শাস্তি প্রদান করেছে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)। তবে শাস্তি প্রাপ্ত ফুটবলাদের নাম প্রকাশ করা হয়নি।

নিষিদ্ধ ৬ ফুটবলার খেলতেন দেশটির অনূর্ধ্ব-১৯ দলে।

চীন থেকে শুরু হয়েছিল করোনা ভাইরাস। অবশ্য এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্রটি এখন মোটামুটি ঝুঁকিমুক্ত। তবে নতুনভাবে যাতে করোনা ছড়াতে না পারে তার জন্য কারফিউর পাশাপাশি কিছু বিধিনিষেধ জারি করেছে চীন।

কিন্তু সেই ৬ ফুটবলার সাংহাইতে অনুশীলনে থাকা অবস্থায় নিয়মের তোয়াক্কা না করে রাতের বেলা মদের পার্টি করেন। বিষয়টি পছন্দ হয়নি সিএএফ’র। তার জন্য এই কঠিন শাস্তির পথে হাঁটে তারা।

শিংহুয়া নিউজ এজেন্সিকে সিএফএ জানায়, ‘এটা দলের মহামারি নিয়ন্ত্রণ নিয়মের কঠোর লঙ্ঘন। তাদের কারণে পুরো দল আক্রান্ত হতে পারে। ’

সিএফএ’র আয়োজিত সব ধরনের ম্যাচে ৩০ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন এই ৬ ফুটবলার। এই সময়ের মধ্যে কোনো আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচেও খেলতে পারবেন না তারা।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুন ০৮, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।