ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন নাপোলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০২০
জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন নাপোলি কোপা ইতালিয়ার শিরোপা হাতে নাপোলি খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

অবশেষে ছয় মৌসুমের অপেক্ষার অবসান হলো নাপোলির। দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাবটি জুভেন্টাসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে চলতি মৌসুমের কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলেছে। নাপোলি সর্বশেষ প্রধান কোনো শিরোপা জিতেছিল ২০১৩-১৪ মৌসুমে। মৌসুমে এটি তাদের প্রথম শিরোপাও। 

ট্রাইবেকারে গড়ানো ম্যাচে প্রথমেই গোল করতে ব্যর্থ হন দুই জুভ তারকা পাওলো দিবালা এবং দানিলো। অন্যদিকে প্রথম চার শটেই গোল করেন নাপোলির ইনসিনিয়ে, পলিতানো, মাকসিমোভিচ ও মিলিক।

পরে জুভদের হয়ে লিওনার্দো বোনুচ্চি ও অ্যারন রামসে গোল করলেও শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে হয় ১৩ বারের কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন তুরিনের বুড়িদের।

এর আগে রোমার স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে প্রায় সমানে সমানে লড়াই করেছে দু’দল। শুরুতে নাপোলি কিছুটা এলোমেলো খেললেও পরে ঠিকই গুছিয়ে ওঠে। অন্যদিকে প্রথমার্ধে প্রভাব বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে তেমন সুবিধা করে ওঠতে পারেনি জুভেন্টাস। পুরো ম্যাচে বিবর্ণ ছিলেন তুরিনের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।  

পরে নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালেও গোল করতে ব্যর্থ হয় দু’দল। শেষ পযর্ন্ত টাইব্রেকারে গড়ানো ম্যাচটিতে শেষ হাসি হাসে নাপোলি। গত ছয় মৌসুমের মধ্যে এটি তাদের প্রথম প্রধান শিরোপা। এছাড়া নাপোলির কোচ গেনেরো গাত্তুসোর ক্যারিয়ারেরও প্রথম শিরোপা এটি।  

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ১৮৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।