ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

আগুয়েরোর চোট নিয়ে শঙ্কিত গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুন ২৩, ২০২০
আগুয়েরোর চোট নিয়ে শঙ্কিত গার্দিওলা চোট পেয়ে মাঠে পড়ে আছেন আগুয়েরো। ছবি: সংগৃহীত

বার্নলির বিপক্ষে গোল উৎসবের ম্যাচে বড় ধরনের চোট পেয়েছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন তারকার চোট ‘ভালো ঠেকছে না’ জানিয়েছেন সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা। 

গত মাসেও হাঁটুর সমস্যায় ভুগেছিলেন আগুয়েরো। এবারও হাঁটুর চোটে পড়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে প্রথমার্ধেই।

বিরতির আগে বার্নলির ইংলিশ ডিফেন্ডার বেন মি ফাউল করে বসেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ডকে। সেই ফাউলে সিটি পেনাল্টি পেলেও মাঠ থেকে উঠিয়ে নিতে হয় আগুয়েরোকে।

দলের অন্যতম তারকার চোট নিয়ে গার্দিওলা বলেন, ‘তার কি হয়েছে তা আমরা ভালোভাবে দেখবো। ’ ইতিহাদের প্রধান কোচ আরও বলেন, ‘সে তার হাঁটুতে চোট পেয়েছে। গত মাসেও সে একই সমস্যার সঙ্গে লড়াই করেছে। তার হাঁটুতে কিছু সমস্যা হচ্ছে। আমরা বিষয়টা দেখবো। ’ 

এই চোটের কারণে আগুয়েরো মৌসুমের শেষ ম্যাচটাই খেলে ফেলেছেন মনে করছেন অনেকে। আর্জেন্টাইন তারকাকে কতদিন বিশ্রামে থাকতে হতে পারে, এমন প্রশ্নের জবাবে গার্দিওলা বলেন, ‘আমি ডাক্তার নই, তবে এটা ভালো ঠেকছে না। ’ 

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।