ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

আরও এক বছর আর্সেনালে থাকবেন ডেভিড লুইস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ২৪, ২০২০
আরও এক বছর আর্সেনালে থাকবেন ডেভিড লুইস ডেভিড লুইস/ছবি: সংগৃহীত

ইংলিশ জায়ান্ট আর্সেনালের সঙ্গে নতুন করে এক বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইস। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমনটাই জানিয়েছে।

করোনা ভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ফেরার পর ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ওই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মারাত্মক এক ভুল করে বসেন লুইস।

তার ভুলেই সিটির রহিম স্টার্লিং গানারদের জালে বল জড়াতে সক্ষম হন।  

ওই ম্যাচের দ্বিতীয়ার্ধেও দলের সর্বনাশের কারণ হন লুইস। এবার সিটির রিয়াদ মাহারেজকে ফাউল করে লাল কার্ড দেখতে হয় তাকে। ওই ঘটনার পর আর্সেনালভক্তরা ধরেই নিয়েছিলেন, লুইসের বিদায় নিশ্চিত। এই মৌসুম শেষে আর্সেনাল ত্যাগ করবেন বলে ভাবা হচ্ছিল।

লুইসের কপাল খুলে যায় আসলে ভাগ্যগুণে। কারণ, সিটির বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে ৩ মাসের জন্য ছিটকে পড়েছেন আরেক ডিফেন্ডার পাবলো মারি। আর তাতেই আর্সেনালে লুইসের ক্যারিয়ার আরও এক মৌসুম বাড়লো।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুন ২৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।