ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

২০ বছর কোচিং করাবেন না জিদান!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুন ২৮, ২০২০
২০ বছর কোচিং করাবেন না জিদান! জিনেদিন জিদান

খেলোয়াড়ি জীবনে প্রায় সকল অর্জনেই সফলতা পেয়েছেন। কোচিংয়ে এসেও পাচ্ছেন। জিনেদিন জিদানের ক্যারিয়ারটা আসলে সফলতায় ভরা বললে ভুল হবে না। তবে ভবিষ্যতে ২০ বছর কোচিং করাবেন না জিদান। লা লিগায় রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মজাদার এই মন্তব্য করেন জিদান।

জিদানের কাছে কোচিং পেশা বেশ ক্লান্তিকর মনে হয়েছে বলে তিনি অবসরও নিতে চান।

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিদান বলেন, ‘আমি কোচ থেকে ভালো ফুটবলার ছিলাম।

সে সময় দারুণ ছিল, যদিও এখন আমি যা করছি তাতে সন্তুষ্ট। আমি ২০ বছরের জন্য কোচিং করাব না। আমি জানি না কতদিন থাকবো ‘

তিনি আরও বলেন, ‘আমি কোনো কিছু পরিকল্পনা করে করি না, যেটা আমাকে দিন দিন আরও অনুপ্রাণিত করছে। আমি সবসময় ফুটবলার হবো এমনটি আমার মাথায় ছিল। আমি ১৮ থেকে ১৯ বছর খেলেছি এবং তখন আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, আমি কোচ হবো কিনা? আমি বলেছিলাম না। তবে দিন শেষে আমি হলাম।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।