ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

টেকনিক্যাল ডিরেক্টর স্মলির সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ১, ২০২০
টেকনিক্যাল ডিরেক্টর স্মলির সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে বাফুফের লোগো

টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী আগস্ট থেকে দায়িত্ব নেবেন তিনি। এর আগে প্রধান কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তি নবায়ন করে বাফুফে। 

বুধবার (০১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।  

কয়েক দিন আগে বাফুফের টেকনিক্যাল কমিটি এক সভার মাধ্যমে পল স্মলির সঙ্গে চুক্তি নবায়নের জন্য কার্যনির্বাহী কমিটির কাছে সুপারিশ করে।

তার পরিপ্রেক্ষিতেই চুক্তি নবায়ন করা হয়।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘নির্বাহী কমিটির ২১ জনের মধ্যে ১৫ জন বাফুফের টেকনিক্যাল কমিটির সুপারিশে লিখিত সম্মতি দিয়েছেন। দু’জন কোনো মতামত দেননি। বাফুফে অবশ্য চিঠিতে উল্লেখ করে দিয়েছিল যে, ২৭ জুনের মধ্যে মতামত না পেলে ধরে নেবো টেকনিক্যাল কমিটির সুপারিশে আপনার সম্মতি আছে। ’

২১ জন সদস্যের মধ্যে কোন চার জন পল স্মলির চুক্তি নবায়নের বিপক্ষে মতামত দিয়েছেন আর কোন দু’জন মতামত দেননি তাদের নাম অবশ্য জানাননি বাফুফের সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।