ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

স্বরূপে সানচেজ, ইন্টার মিলানের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুলাই ২, ২০২০
স্বরূপে সানচেজ,  ইন্টার মিলানের গোল উৎসব পেনাল্টি কিক নিচ্ছেন সানচেজ

ইতালিয়ান সিরি’আ লিগের চলতি মৌসুমের তলানির দল ব্রেসিয়া। সেই দলকে নিয়ে গোল উৎসব সেরেছে ইন্টার মিলান। ঘরের মাঠ সান সিরোতে ব্রেসিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে নেরাজ্জুরিরা। 

ইন্টারের সঙ্গে নতুন চুক্তি বাড়ানোর খুশিকে কিনা আলেক্সিস সানচেজ জলে ওঠলেন ব্রেসিয়ার বিপক্ষে। তার ক্রস থেকে ম্যাচের পঞ্চম মিনিটে দুর্দান্ত ভলি থেকে নেরাজ্জুরিদের এগিয়ে দেন অ্যাশলে ইয়ং।

২০তম মিনিটে পেনাল্টি-কিক থেকে দলের ব্যবধানটা দ্বিগুণ করেন সানচেজ। ম্যাচটিতে ইন্টারের তিনটি গোলে অবদান রেখেছেন তিনি।

চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে থেকে ধারে আন্তনিও কন্তের স্কোয়াডে যোগ দেন এই চিলিয়ান ফরোয়ার্ড। ব্রেসিয়ার বিপক্ষে ম্যাচের একদিন আগে ইন্টার জানায়, এই মৌসুমের শেষ পযর্ন্ত সান সিরোতে থাকবেন তিনি।  

প্রথমার্ধের শেষ মিনিটে ইন্টারের ব্যবাধান ৩-০ করেন ডি’আমব্রোসিও। ৫২তম মিনিটে গ্যাগলিয়ার্দিনোর গোলের পর ৮৩ ও ৮৮তম মিনিটে বাকি গোল দু’টি করেন ক্রিশ্চিয়ান এরিকসেন ও কান্দ্রেবা।

দুর্দান্ত এ জয়ে ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানটা ধরে রেখেছে ইন্টার।  

বাংলাদেশে সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।