ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রামোসের গোলে শীর্ষস্থান মজবুত করলো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
রামোসের গোলে শীর্ষস্থান মজবুত করলো রিয়াল রামোসের গোল উদযাপন। ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের শিরোপা জয়ের লড়াইয়ে শীর্ষস্থানটা আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। নিকট প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট বাড়িয়ে নিয়েছে তারা। শিরোপা জয়ের দিকে এগিয়ে যাওয়ার পথে লস ব্লাঙ্কোসরা ১-০ গোলে হারিয়েছে গেতাফেকে। 

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে অবশ্য বড় পরীক্ষা দিতে হয় থিবু কোর্তোয়াকে। বেলজিয়ান গোলরক্ষক ম্যাচের প্রথম ১২ মিনিটে তিনটি সেভ করে রিয়ালের গোলপোস্ট অক্ষত রাখেন।

দুর্দান্ত খেলতে থাকা গেতাফে প্রায় রুখে দিয়েছিল জিনেদিন জিদানের দলকে। প্রথমার্ধে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দু’দল।  

কিন্তু দ্বিতীয়ার্ধে ভুল করে বসেন গেতাফের উরুগুইয়ান ডিফেন্ডার ম্যাথিয়াস অলিভেরা। ৭৮তম মিনিটে রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহালকে ফাউল করে বসেন তিনি। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পরের মিনিটে স্পট-কিক থেকে ডান পায়ের শটে গেতাফের জালে বল জড়িয়ে দেন সার্জিও রামোস। এ নিয়ে  পেনাল্টি থেকে টানা ২১টি গোল করলেন রিযাল অধিনায়ক।  

লা লিগার চলতি মৌসুমে প্রত্যেক দলের আর ম্যাচ বাকি আছে পাঁচটি করে। তার মধ্যে চারটিতে জিতলেই শিরোপা যাবে রিয়ালের ঘরে।  ব্লাঙ্কোসরা সর্বশেষ লা লিগা জিতেছিল ২০১৬-১৭ মৌসুমে।  

৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৭০। ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে পরের স্থানে সেভিয়া।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।