ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

৮ অক্টোবর থেকে ফের শুরু বাংলাদেশের বিশ্বকাপ বাছাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
৮ অক্টোবর থেকে ফের শুরু বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ফাইল ছবি

করোনার কারণে স্থগিত হয়ে থাকা ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ চীন এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব ফের শুরু হচ্ছে। এর মধ্যে ৮ অক্টোবর থেকে বাছাইপর্বে নিজেদের বাকি ম্যাচগুলোতে মাঠে নামবে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ চারটি ম্যাচ বাকি আছে। নতুন সূচি অনুযায়ী, ৮ অক্টোবর ঘরের মাঠে আফগানিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ।

এরপর ১৩ অক্টোবর কাতারের মাঠে খেলতে নামবেন জামাল ভূঁইয়ারা। ১২ নভেম্বর ভারত এবং ১৭ নভেম্বর ওমানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। শেষ দুই ম্যাচই ঘরের মাটিতে খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ খেলছে ‘ই’ গ্রুপে। এখন পর্যন্ত তিন হার ও ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে সবার নিচে রয়েছে জেমি ডে’র শিষ্যরা।

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের বাকি ম্যাচগুলোর সূচি:

বাংলাদেশ বনাম আফগানিস্তান - ৮ অক্টোবর
বাংলাদেশ বনাম কাতার - ১৩ অক্টোবর
বাংলাদেশ বনাম ভারত - ১২ নভেম্বর
বাংলাদেশ বনাম ওমান - ১৭ নভেম্বর

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।