ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বার্সাকে অপেক্ষায় রাখলেন জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
বার্সাকে অপেক্ষায় রাখলেন জাভি জাভি হার্নান্দেজ

চলতি মৌসুমে আরনেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে কিকে সেতিয়েনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। তার আগে জাভি হার্নান্দেজকে ক্যাম্প ন্যুয়ের দায়িত্ব দেওয়ার জন্য আলোচনা চালিয়ে গিয়েছিল কাতালানরা। কিন্তু সায় দেননি বার্সার সাবেক মিডফিল্ডার। 

ভবিষ্যতে বার্সার প্রধান কোচ হওয়ার ইচ্ছের কথা জানালেও সেই পথে পা বাড়াননি না জাভি। লা লিগা চ্যাম্পিয়নদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি কাতারের ক্লাব আল-সাদেই থেকে যান।

এবার ক্লাবটির সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করলেন ৪০ বছর বয়সী কোচ। ২০২১ পযর্ন্ত আল-সাদেই থাকবেন জাভি।

জাভির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছে আল-সাদ।  

বার্সা ছাড়ার পর ২০১৫ সালে খেলোয়াড় হিসেবে আল-সাদে যোগ দিয়েছিলেন তিনি। পরে গত বছর ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব নেন জাভি।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।