ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপার আশা বাঁচিয়ে রাখলো বার্সা, মেসির নতুন অর্জন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
শিরোপার আশা বাঁচিয়ে রাখলো বার্সা, মেসির নতুন অর্জন গোল করার পথে ভিদাল

কষ্টার্জিত জয়ে চলতি মৌসুমের লা লিগা শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে বার্সেলোনা। আর্তুরো ভিদালের একমাত্র গোলে রিয়াল ভায়োদোলিদকে তাদেরই মাঠে ১-০ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। 

শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না বার্সার সামনে।  শনিবার (১১ জুলাই) রাতে সেই লক্ষ্যে মাঠে নেমে ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় কিকে সেতিয়েনের শিষ্যরা।

লিওনেল মেসির পাস থেকে ভায়োদোলিদের জালে বল পাঠান ভিদাল। চলতি মৌসুমের লা লিগায় চিলিয়ান মিডফিল্ডারের এটি অষ্টম গোল।

এছাড়া অ্যাসিস্ট করে অনন্য এক মাইলফলকে পা রেখেছেন মেসি। জাভির পর লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে ২০ গোলের পাশাপাশি ২০ গোলে অ্যাসিস্ট করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২০০৮-০৯ মৌসুমের এই মাইলফলক গড়েছিলেন তার ক্যাম্প ন্যু সতীর্থ জাভি।  

তিন পয়েন্ট আদায় করে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে বার্সা। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে শিরোপার সুবাস পাছে লস ব্লাঙ্কোসরা।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।