ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বিস্ময়বালক হরলান্ডকে নাইটক্লাব থেকে ধাক্কা দিয়ে অপসারণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
বিস্ময়বালক হরলান্ডকে নাইটক্লাব থেকে ধাক্কা দিয়ে অপসারণ

বছরজুড়েই সংবাদের শিরোনাম হয়েছেন বুরুশিয়া ডর্টমুন্ডের তরুণ তারকা অর্লিং হরলান্ড। অনেক আলোচনার জন্ম দিয়ে এ বছরই রেড বুল সালজবুর্গ থেকে জার্মানির ক্লাবটিতে পাড়ি দেন মাত্র ১৯ বছরের এই স্ট্রাইকার। আর বুন্দেসলিগা মৌসুম শেষ হয়ে গেলেও সেই শিরোনাম পিছু ছাড়ছে না তার।

তবে এবার এক ভিন্ন কারণে খবরে নাম প্রকাশ হলো হরলান্ডের। লিগ শেষ হয়ে যাওয়ায় নিজ দেশ নরওয়েতে ছুটি কাটাচ্ছেন তিনি।

তবে এরমাঝে ঘটে গেল এক বিপত্তি। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় হরলান্ডকে নাইটক্লাব থেকে এক নিরাপত্তা কর্মী ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন।

পরবর্তীতে তারকা এ স্ট্রাইকার নিরাপত্তা কর্মীর কাছে তাকে বের করে দেওয়ার কারণ জানতে চান। তবে তাকে কোনো পাত্তা না দিয়ে চলে যায় নিরাপত্তা কর্মীটি।

চলতি মৌসুমে হরল্যান্ড মাত্র ৪০ ম্যাচেই ৪৪টি গোল করেছেন। তার এই গোলগুলো অবশ্য রেড বুল সালজবুর্গ ও ডর্টমুন্ড থেকে যৌথভাবে এসেছে। যেখানে চ্যাম্পিয়নস লিগের মতো আসরে তিনি ১০টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।