ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শিরোপা থেকে দুই পয়েন্ট দূরে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
শিরোপা থেকে দুই পয়েন্ট দূরে রিয়াল ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জয়রথ ছুটছেই। সর্বশেষ গ্রানাদার বিপক্ষে পাওয়া ২-১ গোলে জয় পাওয়ার পর লা লিগার শিরোপা থেকে মাত্র ২ পয়েন্ট পেছনে আছে জিনেদিন জিদানের শিষ্যরা।

সোমবার (১৩ জুলাই) দিনগত রাতে গ্রানাদার ঘরের মাঠে রিয়ালের জয়ের দুই নায়ক ফেরন্যান্ড মেন্দি ও করিম বেনজেমা।

করোনা মহামারির কারণে স্থগিত থাকা লা লিগা ফের শুরু হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচেই পরাজয়ের মুখ দেখতে হয়নি রিয়ালকে।

এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ভিয়ারিয়ালকে হারাতে পারলেই ২০১৬/১৭ মৌসুমের পর ফের স্পেনের শীর্ষ লিগের শিরোপা জেতার স্বাদ পাবেন রামোস-বেনজেমারা।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল রিয়াল। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার ফলও এসে যায় প্রথম ১০ মিনিটের মধ্যেই। কাসেমিরোর বাড়িয়ে দেওয়া বলে বুলেটগতির শটে দলের প্রথম গোলটি করেন মেন্দি। এর মাত্র ৬ মিনিট পরেই মিডফিল্ডার লুকা মদ্রিচের দারুণ এক পাস ধরে বাঁকানো শটে জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা।

প্রথমার্ধে রিয়ালের রক্ষণে তেমন কোনো লক্ষণীয় আক্রমণ শানাতে পারেনি গ্রানাদা। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যেই গোলরক্ষক থিবাউ কুর্তোয়াকে পরাস্ত করেন স্বাগতিক দলের স্ট্রাইকার ডারউইন ম্যাচিস। ব্যবধান কমানো গোলের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে গ্রানাদা। যদিও এরপর নিজের পোস্ট বেশ ভালোভাবেই সামলেছেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক।

২ ম্যাচ হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী ও শিরোপার আরেক দাবিদার বার্সার চেয়ে রিয়াল স্পষ্ট ৪ পয়েন্ট এগিয়ে আছে । শিরোপা নিশ্চিত করতে শেষ দুই ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট পেলেই চলবে রিয়ালের।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।