ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

গোল খরা কাটালেন মার্তিনেজ, ইন্টারও ফিরলো স্বরূপে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
গোল খরা কাটালেন মার্তিনেজ, ইন্টারও ফিরলো স্বরূপে কিক নিচ্ছেন মার্তিনেজ

টানা দুই ম্যাচে পয়েন্ট বিসর্জন দেওয়ার পর এবার এক ঢিলে দুই পাখি শিকার করলো ইন্টার মিলান। ঘরের মাঠে পিছিয়ে পড়েও তোরিনোকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সেই সঙ্গে লাৎসিও’কে টপকে সিরি’আ লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে আন্তনিও কন্তের দল।

ইন্টার অবশ্য প্রথমার্ধ শেষ করেছিল ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে। ১৭তম মিনিটে তোরিনোক এগিয়ে দেন আন্দ্রে বেলোত্তি।

বিরতির পর স্বরূপে ফিরে নেরাজ্জুরিরা। ৪৮তম মিনিটে ইন্টারকে সমতায় ফেরান অ্যাশলে ইয়ং।  

এর তিন মিনিট পরই ব্যবধান ২-১ করেন দিয়েগো গডিন। ৬১তম মিনিটে ইন্টারকে তৃতীয় গোল এনে দেন লওতারো মার্তিনেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড ইন্টারের হয়ে শেষ গোল পেয়েছিলেন ২২ জুন, সাম্পদোরিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে।  

এই জয়ে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসেছে কন্তের দল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে নেমে গেছে লাৎসিও। তাদের চেযে এক পয়েন্ট কম নিয়ে চারে আতালান্তা। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপার সুবাস পাওয়া জুভেন্টাস।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।