ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

অবশেষে ব্রাজিলিয়ান মাইয়াকে কিনল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
অবশেষে ব্রাজিলিয়ান মাইয়াকে কিনল বার্সা গুস্তাভো মাইয়া/ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো থেকে গুস্তাভো মাইয়াকে কিনেছে বার্সেলোনা। এই তরুণ লেফট উইঙ্গার সাও পাওলোতে দানি আলভেস ও হুয়ানফ্রানের সতীর্থ ছিলেন। ১৯ বছর বয়সী মাইয়াকে বলা হয় ব্রাজিলের ‘নতুন নেইমার’।

‘ইএসপিএন’র রিপোর্ট অনুযায়ী, মাইয়াকে কিনতে ৪.৫ মিলিয়ন ইউরো খরচ করেছে বার্সেলোনা। দলবদলের এই সংবাদ নিশ্চিত করেছে সাও পাওলো।

চলতি বছরের শুরুতে মাইয়ার জন্য ১ মিলিয়ন ইউরো অগ্রীম দিয়ে চুক্তি স্বাক্ষরের সব ব্যবস্থা পাকা করে রেখেছিল। আর বুধবার (১৫ জুলাই) বাকি ৩.৫ মিলিয়ন ইউরো পরিশোধ করে মিয়াকে নিজেদের করে নিল কাতালান জায়ান্টরা।

চুক্তি অনুসারে, ভবিষ্যতে দলবদলের ক্ষেত্রে ৭০ ভাগ অর্থ যাবে গুস্তাভো মাইয়ার পকেটে এবং বাকি ৩০ ভাগ পাবে সাও পাওলো।  

মাত্র ১৪ বছর বয়সে সাও পাওলোর জুনিয়র দলে যোগ দেন মাইয়া। এরপর ক্লাবের বয়সভিত্তিক বিভিন্ন দলের হয়ে ৭টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। খেলার ধরনের কারণে তাকে ব্রাজিলে নেইমারের সঙ্গে তুলনা করা হয়। অনেকে আবার তাকে আদর করে ‘নতুন নেইমার’ বলেও ডাকে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।