ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ইতিহাস গড়ে টানা ১৩ মৌসুম চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
ইতিহাস গড়ে টানা ১৩ মৌসুম চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে বার্সা

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। দুই লেগে ব্যবধান হয় ৪-২।

এরইসঙ্গে রেকর্ড টানা ১৩ মৌসুম ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ এই আসরে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বার্সা।

কাতালানরা ২০০৬-০৭ মৌসুমের পর চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠতে কখনো ব্যর্থ হয়নি। তখন অবশ্য একেবারেই তরুণ ছিলেন লিওনেল মেসি।

বার্সা এই সাফল্য প্রমাণ করে ইউরোপিয়ান আসরে কতাটা দাপট দেখিয়েছে তারা। যেখানে আর কোনো দলই টানা ৮ মৌসুমের বেশি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি।

স্প্যানিশ জায়ান্ট দলের পরবর্তী অ্যাসাইন্টমেন্ট বায়ার্ন মিউনিখ। লিসবনে আগামী ১৪ আগস্ট জার্মান শীর্ষ দলটির বিপক্ষে শেষ আটের ম্যাচে লড়বে বার্সা। এ ম্যাচ জিতলে সরাসরি সেমিফাইনাল।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।