ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফের নির্বাচন ৩ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
বাফুফের নির্বাচন ৩ অক্টোবর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ০৩ অক্টোবর। মঙ্গলবার (১১ আগস্ট) বাফুফে কার্যনির্বাহী কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২০ এপ্রিল বাফুফে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের কারণে নির্বাচন স্থগিত করা হয়।

সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিকদের বলেন, ‘৩ অক্টোবর বাফুফের নির্বাচন করব আমরা। এই বিষয়ে আমরা ফিফা, এএফসি ও সরকারকে অবহিত করব। ’

নির্বাচনে কাউন্সিলরের সংখ্যা ১৩৯ জন। কাউন্সিলর নির্বাচন নিয়ে অনেক অভিযোগ উঠলেও তা আর পরিবর্তন করা সম্ভব নয়। বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ এপ্রিল।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।