ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

শঙ্কামুক্ত মেসি, খেলবেন বায়ার্নের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
শঙ্কামুক্ত মেসি, খেলবেন বায়ার্নের বিপক্ষে অনুশীলনে ফিরেছেন মেসি/ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে সুসংবাদ পেল বার্সেলোনা। দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে নিয়ে যে শঙ্কার মেঘ জমেছিল তা আপাতত সরে গেছে।

জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। ক্যাম্প ন্যুয়ে বার্সা অধিনায়কে বেশ বাজেভাবে ফাউল করেছিলেন নাপোলি সেন্টার-ব্যাক কালিদু কুলিবালি। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়ে কয়েক মিনিট ধরে কাতরাতে থাকেন মেসি। দৃশ্যটা বার্সা সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল।  

শুরুতে অবশ্য বায়ার্ন ম্যাচে মেসির খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু ম্যাচ শেষে এটা নিশ্চিত হয়ে যায় যে, ওটা অতি সাধারণ চোট। ফলে মেসির খেলা নিয়ে সংশয় কেটে যায়। এরপর মঙ্গলবার (১১ আগস্ট) স্বাভাবিকভাবেই অনুশীলন সেরেছেন তিনি। এর আগে ৩৩ বছর বয়সী মেসি বার্সার অনুশীলন মাঠে গিয়ে গোড়ালির পরিচর্যা করান। যদিও মূল দলের সবার সেদিন ডে-অফ ছিল।

এদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ম্যাচ খেলতে ভেন্যু লিসবনে যাওয়ার আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করিয়েছেন কিকে সেতিয়েনের শিষ্যরা। সেই পরীক্ষা সবাই উত্তীর্ণ হয়েছেন। তবে পর্তুগালের রাজধানীতে পৌঁছে বায়ার্ন ম্যাচের আগে আরও একবার করোনা পরীক্ষা করাবেন মেসিরা। এরপর জার্মান জায়ান্টদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, যা আবার এক লেগেই শেষ হবে। অর্থাৎ ‘ডু অর ডাই’ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।