ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

করোনা ভাইরাসে আক্রান্ত বার্সেলোনা খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
করোনা ভাইরাসে আক্রান্ত বার্সেলোনা খেলোয়াড়

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক বার্সেলোনা ফুটবলার। এই ফুটবলার ৯ জনের মধ্যে একজন যিনি ক্লাবের সঙ্গে প্রাক-মৌসুম শুরু করেছেন।

যদিও লিসবনগামী বার্সার চ্যাম্পিয়নস লিগ স্কোয়াডে নেই তিনি।

এ প্রসঙ্গে বার্সা কর্তৃপক্ষ থেকে বলা হয়, এই খেলোয়াড়ের উপসর্গ নেই, তার স্বাস্থ্য ভালো আছে এবং সে ঘরেই আইসোলেশনে আছে।

এবারের প্রাক-মৌসুমে যে ৯ জন ক্লাবে যোগ দিয়েছেন তারা হলেন, পেদ্রি, ফ্রান্সিসকো ত্রিনাকো, মাথেয়াস ফার্নান্দেস, জেন-ক্লাইর তোদিবো, মুসা ওয়েজ, কার্লেস অ্যালেনা, রাফিনহা আলকান্ত্রা, হুয়ান মিরান্দা ও ওরিওল বুসকেতস।

আগামী বৃহস্পতিবার অনুশীলনের আগে এই খেলোয়াড়দের ফের করোনা পরীক্ষা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।