ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

কোচ হওয়ার জন্য বুটজোড়াকে অবসরে পাঠালেন ভিনসেন্ট কোম্পানি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
কোচ হওয়ার জন্য বুটজোড়াকে অবসরে পাঠালেন ভিনসেন্ট কোম্পানি ভিনসেন্ট কোম্পানি

পেশাদারি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক কিংবদন্তি সেন্টার-ব্যাক ভিনসেন্ট কোম্পানি। ৩৪ বছর বয়সী বেলজিয়ান তারকা এবার পুরোদ্যমে কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্বদেশি ক্লাব আন্ডালেখটের।

 

গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টেনে নিজের পুরনো ঠিকানা আন্ডারলেখটে যোগ দেন কোম্পানি। বেলজিয়ান এই ক্লাবটির হয়ে ২০০৩ সালে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরে ২০০৮-২০১৯ পযর্ন্ত ক্যারিয়ারের সুবর্ণ অধ্যায় কাটিয়েচেন ইতিহাদ স্টেডিয়ামে।  

কোম্পানি দ্বিতীয় মেয়াদে আন্ডারলেখটে যোগ দেন খেলোয়াড় ও কোচ হিসেবে। এবার এক মৌসুম পরেই অবসর নিয়ে পুরোদ্যমে ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব শুরু করবেন তিনি।

বাংলাদেশ সময: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।