ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ফের বার্সা শিবিরে করোনা থাবা, এবার পিয়ানিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
ফের বার্সা শিবিরে করোনা থাবা, এবার পিয়ানিচ

নতুন চুক্তি করা মিরালেম পিয়ানিচের করোনা পজিটিভ হয়েছে। এমনটি নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

ফলে এ নিয়ে বার্সা শিবিরে তৃতীয় ফুটবলার হিসেবে কোভিড-১৯ এ আক্রান্ত হলেন কোনো খেলোয়াড়। এর আগে স্যামুয়েল উমতিতি ও জেন-ক্লাইর তোদিবো পজিটিভ হয়েছিলেন।

এক বিবৃতিতে বার্সা জানায়, ‘কিছুটা খারাপ অনুভব হওয়ায় শনিবার পিসিআরে টেস্ট করালে মিরালেম পিয়ানিচ করোনা পজিটিভ হন। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন এবং ঘরে আইসোলেশনে আছেন। ’

‘আগামী ১৫ দিনের মধ্যে সে বার্সায় ভ্রমণ করছে না। যখন সে পরবর্তী রিপোর্টে নেগেটিভ হওয়ার পরই বার্সায় যোগ দেবে। ’

৩০ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে ছুটি কাটাতে ইতালিতে রয়েছেন। তবে করোনা পজিটিভ হওয়ায় ৩১ আগস্ট থেকে শুরু হওয়া বার্সা প্রাক-মৌসুমে যোগ দিতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।