ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

পগবাকে বিক্রি করবে না ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
পগবাকে বিক্রি করবে না ম্যানচেস্টার ইউনাইটেড পল পগবা

এই গ্রীষ্মে পল পগবাকে বিক্রি করবে না ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারের সঙ্গে রেড ডেভিলরা শিগগিরই নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসবে জানিয়েছে তার অ্যাজেন্ট।

স্কাই স্পোর্টসকে পগবার অ্যাজেন্ট মিনো রাইওলা বলেন, ‘এই গ্রীষ্মে ইউনাইটেড পগবাকে নিয়ে কোনো প্রস্তাব গ্রহণ করবে না। আমারা শিগগিরই নতুন চুক্তির বিষয়ে আলোচনা করবো। সে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল খেলোয়াড়। ’ 

২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাস ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসেন ২৭ বছর বয়সী তারকা। ২০১৯/২০ মৌসুমটা তার কেটেছে চোটে। তবে মাঠে ফেরার পর ঠিকই দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়ে ইউনাইটেডকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠতে সাহায্য করেন পগবা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।